কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-০৫
**************
[ করি শুরু আমি আল্লাহর নাম নিয়ে
পরম করুণাময় অসীম দয়ালুর রহম নিয়ে। ]
**************************
বান্দার মাঝে যে জন মুত্তাকী
আমলে সুয়ালিহাই হবে সংযমী,
কথা ও কাজে আর অঙ্গ সাঁজে
দ্বীপ্ত ঈমানের আলো সদা হাসে।

খোদার সন্তুষ্টি লাভে যাঁরা
ঈমানের বলে বলিয়ান –
রাহে লিল্লাহর আমলে তাঁরা
নির্ভীক চিত্তে অগ্রে আগুয়ান।

তাঁদের প্রতি প্রভূ আছে রাজি
জান্নাত তাঁদের ঠিকানা –
হাশরের মাঠে রবে তাঁদের হাতে
বেহেশতী দলিল নিশানা।

তাঁরাই রবের পক্ষ হতে
হয়েছে হেদায়েত প্রাপ্ত ,
হবে যথার্থ সফলকাম তাঁরা
সুফল পাবে সুনিশ্চিত।