কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*******************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**********************************************
আয়াত নম্বর :-১৮
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
**********************************************
কাফের, মুশরিক আর মুনাফেক
মহান আল্লাহর বাণী শুনতে বধির;
মুমিন মুসলমান আছে যত ঈমানদার
প্রভূর সাক্ষাৎ পেতে আগ্রহে অধির।

দ্বীন ইসলামের চির সত্য বাণী
বলতে পারেনা হায় তারা বোবা!
খোদার রাহে ফিরে এসো হে –
কর বার-বার তাঁর কাছে তাওবা।

নয়ন যুগল তাদের বিকল
এরা দেখেনা রাহেলিল্লাহ্-
শয়তান হতে বাঁচতে মুমিন
পড়িও আস্তাগফিরুল্লাহ্।

আর ফিরে আসবেনা তারা
এরা মুক,বধির ও অন্ধ –
গোমরাহীর গভীরে নিমজ্জিত
ফিরে আসার পথ বন্ধ।
*************************