মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১৬
**************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**************************
হেদায়েতের বিনিময়ে যারা
খরিদ করে গোমরাহি –
সেসব লোকেরা কভূ
চায়না হতে খোশরাহী।
তারা সৎপথে হয়নি
খোদার রাহে পরিচালিত,
দাম্ভিক ও কপটতায় এরা
হয় সত্যের বিরুদ্ধে তাড়িত।
সত্যি এ ব্যবসায় তারা
হতে পারেনি লাভবান ;
হেদায়েত লাভেও এরা
পারেনি হতে ভাগ্যবান।
আখেরাতের পূঁজি সংগ্রহে
থাকো সজাগ হে ঈমানদার,
মুনাফেকের মিষ্টি কথায়
হয়োনা তাদের তাবেদার।