মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
[ শুরু করিগো আমি নামে আল্লাহর
যিনি পরম করুণাময় অসীম অপার। ]
**************************
আয়াত নম্বর :-০১
**************
আবুল হোছাইন হেলালী :
মহাগ্রন্থ আল-কুরান
মহান আল্লাহর বাণী,
আদী-অন্ত সর্ব বিষয়ে
অপূর্ব জ্ঞানের অফুরন্ত খনি।
রহস্যে ভরা কৌতূহল ঘেরা
হবে দর্শন এমন হরফের সাথে ;
কোন মুফাস্সির করেনি সাহস
হরফ গুলোর সঠিক অর্থ জানাতে।
নাম হরফে মুকাত্তেয়াত
আলিম,লাম,মীম –
অর্থ অবগত আছেন
মহান আল্লাহ্ অসীম।
