কাব্যে সূরা ফাতিহা [ভাবানুবাদ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মোহাম্মদ আবুল হোছাইন হেলালী :

(আল্লাহর নাম দিয়ে করছি আমি শুরু
পরম করুণাময় যিনি অসীম দয়ালু।)

সকল প্রসংশা আল্লাহ্ তোমারই জন্য
তুমি সৃষ্টিকারী এ ভবের চির অনন্য –
অসীম দয়ালু করুণার আধার
মালিক তুমি শেষ দিবসের
যে দিবসে করিবে তুমি বিচার।
আমরা করিগো তোমারই বন্দেগী
থাকি সদা তোমারি সাহায্যের মুখাপেক্ষী,
করো তুমি মোদেরে চালিত –
যে পথে তোমার রহমত হয় বর্ষিত
যে পথে আছে তোমার চির অভিশাপ
সে পথে নিয়ে করিওনা মোদের বিনাশ।