কাজের কথা বলে ডেকে আনার ৯দিনেও খোঁজ নেই উখিয়ার কুতুপালং ক্যাম্পের দুই রো*হি*ঙ্গা যুবকের

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিবেদক :

গত ৫মে কাজের কথা বলে ডেকে আনা হয় উখিয়া কুতুপালং ক্যাম্প-৭ এর সি ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে নুর বশর(২৪) ও নুরুল আলমের ছেলে ইমাম হোসেন কে(২১)। কিন্তু নয় দিন পেরিয়ে গেলে তারা ক্যাম্পে ফিরেনি। আত্মীয় স্বজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকলে অপরিচিত নাম্বার থেকে ছেড়ে দেয়ার কথা বলে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৩০ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়। এই ঘটনায় অপহৃতদের পরিবারে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।

অপহৃত ইমাম হোসেনের ভগ্নিপতি সুলতান টেকনাফ টুডে কে জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের ছিদ্দিকের ছেলে শফি আলম গত ৫ মে দৈনিক ৬০০ টাকা মজুরীতে কাজের কথা বলে তাদেরকে ডেকে আনে। এরপর এক সপ্তাহর বেশী সময় ক্যাম্পে না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে থাকে পরিবার। এদিকে ডেকে আনা শফি আলম তার মুঠোফোন বন্ধ রাখায় আরও উদ্মিগ্ন হয়ে পড়েছে স্বজনরা।

এব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।