সংবাদ বিজ্ঞপ্তি : বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হচ্ছে ‘কোভিড-১৯’ করোনা ভাইরাস। বর্হিঃবিশ্বে এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। ভাইরাসটি প্রতিরোধে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচী। এপ্রেক্ষিতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের অসহায় গরীবদের সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষিত থাকার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক অদ্য ০২ এপ্রিল ২০২০ আনুমানিক ১১৩০ ঘটিকায় পতেঙ্গা (১৫ নং ঘাট) এবং ১৩৩০ ঘটিকায় কুতুবদিয়ায় ৫০০ জন অসহায় গরীবদের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট পূর্ব জোনের স্টাফ অফিসার (ইঞ্জিনিয়ার) লেঃ কমান্ডার এম নাদিম চৌধুরী সজিব, (ই), বিএন। এছাড়াও পূর্ব জোনের মেডিক্যাল অফিসার সার্জন লেঃ মোহাইমেনুল আলম শাতীল, এএমসি উপস্থিত ছিলেন। মাস্ক ও সাবান বিতরণের পর উপস্থিত কর্মকর্তাগণ সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক ভাষণ প্রদান করেন। করোনা প্রতিরোধে কোস্ট গার্ডের এসকল প্রচেস্টা অব্যহত থাকবে।