করোনা আক্রান্ত কবরী ; হাসপাতালে ভর্তি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত সারাহ বেগম কবরী। করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৫ এপ্রিল) তাঁকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নূর উদ্দিন বলেন, ‘গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন তিনি’।

সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।