টেকনাফ টুডে ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও ১১৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৮ জনে। আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার।
শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে এ ভাইরাস।