নুরুল করিম রাসেল, টেকনাফ :
টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারের পেঁয়াজ আমদানী হ্রাস পেয়েছে। গত এক সপ্তাহে মিয়ানমার হতে মাত্র ১৬১৯.০৮৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে। সর্বশেষ মঙ্গলবার(২৪ ডিসেম্বর) ২৫৫.৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে। এর মধ্যে এমডি সজিব ২৯.৬১০, এমডি সেলিম ১১৯.৭৬০, এমডি নাসির ৫৯.৮৮০, এমডি শুক্কুর ২৬.৩৭০ ও বাহাদুর ১৯.৮৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানী করেছেন।
টেকনাফের বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০টাকা ধরে। বড় পেঁয়াজ ৮০ টাকা।
পেঁয়াজ আমদানী হ্রাস পাওয়ার ব্যাপারে আমদানীকারক বাহাদুর জানান, মিয়ানমারেও পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে তাই আমদানী হ্রাস পেয়েছে।
টেকনাফ স্থল বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, দেশীয় পেঁয়াজ বাজারে চলে আসার পাশাপাশি মিশর-তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানী হচ্ছে। তাই হয়ত ব্যবসায়ীরা লোকসানের ভয়ে পেঁয়াজ আমদানী কমিয়ে দিয়েছেন।
এদিকে স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে এপর্যন্ত ৫৯ হাজার ৬০০.৫৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে।