এম.এরশাদুর রহমান
১
আল মাহমুদ আল মাহমুদ
ভুলতে তোমায় পারিনা ।
তুমি মোদের বলেছিলে
এই ধরা আসল বাড়ী না ।
কবিতা লিখেও জীবন
নির্বাহ করা যায় ।
সেই মহা মন্ত্র আমরা
তোমার জীবন থেকে পাই ।
আলমাহমুদ আলমাহমুদ
কবিতাময় এক নাম ।
দুই হাতেই লিখেছেন
না ভেবে ডান বাম ।
২
আল মাহমুদ তুমি কি জান
তাগুদরা তোমার কি করছে উপকার ?
তোমার কফিনটি নিতে দেয়নি
কেন্দ্রীয় ঐ শহীদ মিনার ।
তাতে তুমি বেচেঁ গেলে
দাউ দাউ করা অনল হতে ।
জুমাবারে মরণ যেহেতু
চলে গেলে জান্নাতের পথে ।
কিরামুন কাতেবীনরা তোমার
ভালো লিখা গুলো আল্লাহকে দিয়েছে জমা ।
আল্লাহ তোমার সেই সে কবিতা দেখে
খুশী হয়ে করে দিয়েছেন ক্ষমা ।
তুমি কবর রাজ্যে জান্নাতের টুকরায়
দিলেন জনমের ঘুম ।
আমরা প্রতিদিন তোমার লেখা পড়ে
তাতে দিই প্রেমের চুম ।
৩
আলমাহমুদ আলমাহমুদ
তুমি বাংলার তৌহিদী জনতার
সর্ব শ্রেষ্ট পুত ।
তোমার লেখা কবিতা গুলো
সমান তালে সবার তরে
যেন এক মায়ের দুধ।
তোমার লেখায় খুজেঁ পাই
জান্নাতের মেঘময় এক রোদ ।
সব বাঙালী তোমার লেখার
ঋণ করতে পারবনা পরিশোধ ।
৪
সোনালী কাবিনের কবি তুমি
তুমি ছিলে আমাদের প্রাণ ।
লিখনির মাঝে রইবে বেচেঁ
তোমার স্মৃতি অ¤øাণ ।
ধ্যানী তুমি জ্ঞানী তুমি
ছিলেন মুক্তি যোদ্ধা ।
শব্দ নিয়ে খেলা করে
ছিলেন পাঠক বুদ্ধা ।
শুক্রবারে চাইলে মরণ
শুক্রবারেই হল ।
এখন তোমার যত চাওয়া ।
আল্লাহকেই বল ।
৫
আল মাহমুদ আল মাহমুদ
জনপ্রিয় এক কবি ।
তার কবিতা পাঠ করলে
ভেসে উঠে ঐ ছবি ।
দৃশ্যমান কবিতা লিখে
জুড়ালেন বহু আঁখি ।
দুই হাতে লিখে গেছেন
রাখেননি কিছু বাকি ।