কথা দিয়ে কথা রাখলেন চেয়ারম্যান জিয়াউর রহমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

কথা দিয়ে কথা রাখলেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। তিনি আজ পরিষদের অর্থায়নে উত্তর নাজির পাড়া এলাকায় ৪লক্ষ টাকার ড্রেনের কাজ শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাফসিটি ফুটবল ক্লাবের সভাপতি মোঃ রফিক।

নাজির পাড়া বড় জামে মসজিদের খতীব হাফেজ নুরুল হক মোজাহেরী।

নাফসিটি ফুটবল ক্লাবের সহ সভাপতি আব্দুর রহমান। হাফেজ মোঃ আলম।

উত্তর নাজির পাড়া বড় জামে মসজিদের খতীব আশাদ উল্লাহ সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

67f58ee3 ea74 4141 9d1d db5d688f9fc6 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

উল্লেখ্য প্রতিবছর বর্ষায় উক্ত এলাকায় তিন শতাধিক পরিবার জলাবদ্ধাতা সমস্যায় দুর্ভোগ পোহাত। কিছুদিন আগে এলাকাবাসী স্থানীয় ইউপি মেম্বার এনামুল হকের মাধ্যমে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অবশেষে দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসীকে দেয়া আশ্বাস বাস্তবায়ন করলেন।

এলাকাবাসী জানিয়েছেন, চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এর উন্নয়নমূলক এই পদক্ষেপে উক্ত ড্রেনের কাজ শেষ হলে প্রায় ৩ শত পরিবার জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি পাবে।