কক্সবাজার সৈকতে বিশাল দানব

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নুরুল করিম রাসেল,নিজস্ব প্রতিনিধি-১৫ ডিসেম্বর ২০২২।

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়ারিতে দাঁড়িয়ে আছে বিশাল এক দানব। আসলে এটি কোন দানব নয় প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরী দানবাকৃতির বিশাল এক ভাস্কর্য। যার উচ্চতা ৪২ ফুটের মতো। প্রায় ৬ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরী এই ভাস্কর্যটিকে এশিয়ার সবচেয়ে বড় প্লাস্টিক ভাস্কর্য বলে দাবী করেছেন আয়োজকরা।

আর তা দেখতে ভীড় করছেন পর্যটক সহ সৈকতে আগত দর্শনার্থীরা।

সমুদ্রে প্লাস্টিকের দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে মূলত এই ধরনের উদ্যোগটা নেয়া হয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প।

গত একমাস ধরে কক্সবাজার সৈকতে উপহার সামগ্রীর বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করা হয়।
এছাড়া সেন্টমার্টিনে নিত্যপন্যের বিনিময়ে সংগৃহিত প্লাস্টিক এই ভাস্কর্য তৈরীতে ব্যবহার করা হয়েছে।

আয়োজকরা বলছেন এই দানব তৈরির মাধ্যমেই বিদ্যানন্দ ফাউন্ডেশন মানব সমাজকে একটি বার্তা দিতে চায় যে, প্লাস্টিকের ফলে পরিবেশ যেই হারে দূষিত হচ্ছে তা ধীরে ধীরে দানবে রূপ নিচ্ছে। আর এই দানবই পরবর্তীতে মানবসমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

সৈকতে আগত পরিবেশবাদী, পর্যটক ও দর্শনার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২)বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইসলাম ভাস্কর্যটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম এবং পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।