নুরুল করিম রাসেল, কক্সবাজার :
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিনোদন কেন্দ্র গুলোতে বিধিনিষেধের কথা বলা হলেও কক্সবাজার সৈকতে এখনো পর্যটকদের উপচে পড়া ভীড় লেগে আছে। অধিকাংশ পর্যটক স্বাস্থবিধি না মেনেই ভ্রমণ করছেন সৈকতে। ফলে এখান থেকে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
দেশে কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিনোদন কেন্দ্র গুলোতে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে কক্সবাজার সৈকত সহ এখানকার বিনোদন কেন্দ্র গুলো ভ্রমণে আসা পর্যটকদের স্বাস্থ বিধি মেনে চলা ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারনা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে আসছে। তবে ভ্রাম্যমান আদালত কিংবা মাইকিং করেও পর্যটকদের সচেতন করা যাচ্ছে না।
অধিকাংশ পর্যটক মাস্ক না পড়েই ঘুরে বেড়াচ্ছেন সৈকতে। মাস্ক না পড়ার কারন জানতে চাইলে তারা নানা অজুহাত দেখাচ্ছেন। আবার অনেকে ক্যামেরা দেখে এরিয়ে যাচ্ছেন।

গত দুইদিনে কক্সবাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড ছুয়েছে। এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলছেন করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে সৈকত সহ হোটেল মোটেল জোনে নিয়মিত অভিযান করে যাচ্ছেন। তবে যতক্ষন অভিযান চলছে ততক্ষণ মাস্ক পড়লেও এরপর পর্যটকরা মাস্ক খুলে ফেলছেন। তারপরও সচেতনতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
