নুরুল কারিম রাসেল,বিশেষ প্রতিনিধি ১০ অক্টোবর।
কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশপথে সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৪শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যেগে এ উচ্ছেদ অভিযান হয়।
এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। কয়েক দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রিট করার ফলে আটকে যায় উচ্ছেদ অভিযান।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূণর্বাসনের জন্য কাজ করা হবে বলে জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
