কক্সবাজার সফরকালে জিসার্প প্রতিনিধি দলের অভিমত : বৈশ্বিক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সব দেশকে একসাথে কাজ করতে হবে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসার্প) প্রতিনিধি দল কক্সবাজার পরিদর্শনকালে অভিমত প্রকাশ করেছেন, বৈশ্বিক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সব দেশকে একসাথে কাজ করতে হবে।
জিসার্প প্রতিনিধি দলটি বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌঁছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা পরিচালিত উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। কক্সবাজারের ভারুয়াখালীতে স্থানীয় নারীদের সাথে এক উঠান বৈঠকে মিলিত হন। এরপর ভারুয়াখালী আনুমিয়া বাজারে উগ্রবাদ ও সহিংসতা বিরোধী এক সচেতনতামূলক মানববন্ধনে অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসার্প) এর চেয়ার অফ বোর্ড Carol Bellamy, জিসার্প এর বোর্ড মেম্বার এবং অস্ট্রেলিয়ান অ্যাম্বেসেডর ফর কাউন্টার টেররিজম Paul Foley, বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার H.E. Julia Niblett, জিসার্প এর নির্বাহী পরিচালক Dr. Khalid Koser, জিসার্প এর ঊর্ধ্বতন কর্মকর্তা Lilla Schumicky, ইপসার প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান সংগে ছিলেন।বিকালে প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করেন।