কক্সবাজার শহরে হোয়াইক্যংয়ের সিএনজি চালক ৪দিনধরে নিখোঁজ!

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার খুটাখালী আতœীয়ের বাড়িতে বেড়ানোর পর নিজ বাড়ি ফেরার পথে শহরে হাসপাতালের সামনে হতে গত ৪দিনধরে নিখোঁজ রয়েছে হোয়াইক্যং এলাকার এক সিএনজি চালক। এই ঘটনার পর নিখোঁজ সিএনজি চালকের পরিবারে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা যায়,গত ৩ডিসেম্বর সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত হাজী আলী আহমদের পুত্র সিএনজি চালক আব্দুল জলিল (৩৬) ওরফে গুরা পুতুইক্কা কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালের সামনে চা দোকান হতে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যায়। তার ব্যবহৃত মুঠোফোন (০১৮৬৫-২৩৮৬৯৬) এ রাত ১০টা পর্যন্ত কল করলে রিসিভ না হওয়ায় কোন খোঁজ-খবর পাওয়া যায়। এরপর ফোনটি বন্ধ হয়ে যায়। এই সিএনজি চালক পুতুইক্যা নিখোঁজ হওয়ার পর হতে তার স্ত্রী ছেনুয়ারা, ৪ বছরের আল আমিন ও ৩ বছরের ফরহাদের কান্না কেউ থামাতে পারছেনা। তার শোকাতুর পরিবেশে নিরুপায় হয়ে নিখোঁজ পুকুইক্কার স্ত্রী গত ৬ ডিসেম্বর টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর মাঝে-মধ্যে ফোনটি খোলা পেলে কল করার সাথে সাথে বন্ধ করে দেন। বিশেষ মহলের এই ধরনের আচরণে নিখোঁজ সিএনজি চালকের স্ত্রী ছেনুয়ারা দুই ছেলে নিয়ে চরম উদ্বিগ্ন বলে জানান। তার নিখোঁজ স্বামীকে উদ্ধারে সে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।