কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দামহোসেন তার ৩ সহযোগী ও অস্ত্র সহ পুলিশের হাতে আটক হয়েছে। আজ শনিবার ভোরে কক্সবাজার জেলা ডিবি পুলিশ,সদর মডেল থানা ও জেলা পুলিশের টিম শহরের জেল গেইটের পেছনের পাহাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম তার শ্বাশুর বাড়ীতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ৩ সহযোগী সহ সাদ্দাম কে আটক কওর পুলিশ। তার কাছ থেকে ১ টি আগ্নিয়াস্ত্র,গুলি,ছোরা ও বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,তার বিরুদ্ধে অস্ত্র ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে।