কক্সবাজার র‌্যাব-১৫ এর পৃথক অভিযানে সাড়ে ৩লাখ ই*য়া*বা ও ২লাখ ৮৩হাজার টাকা নিয়ে মা-মেয়েসহ ৫জন মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক ৩টি অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ ইয়াবা ও ইয়াবা বিক্রির ২লাখ ৮৩হাজার ৬শ টাকা নিয়ে মা-মেয়েসহ ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৫ এপ্রিল (শনিবার) মধ্যরাত সাড়ে ৩টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কক্সবাজার খরুলিয়া ইউপির ৮নং ওয়ার্ডের নয়াপাড়ায় অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২লাখ ৬১হাজার ৬শ টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে গ্রেফতার করা হয়। গত ১৪ এপ্রিল বিকাল ৫টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ডের আজোখাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঐদিন রাত ১০টারদিকে যানবাহনে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে সাতকানিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে একটি কালো রংয়ের মিৎসুবিসি ডাবল কেবিন পিকআপ চেকপোস্টের সামনে আসলে গাড়ীটি তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত ৩লাখ পিস ইয়াবা এবং নগদ ২২হাজার টাকা উদ্ধার করে গাড়ির চালক আবু হানিফ (৩৬) কে গ্রেফতার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###