হুমায়ূন রশিদ : কক্সবাজার রেলষ্টেশনের রেল গাড়িযোগে মাদকের চালান পাচারের সময় ইয়াবাসহ টেকনাফের হ্নীলা এলাকার এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সুত্র জানায়,গত ১৮মে রাত ৮টারদিকে রেল যোগে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে পরিদর্শক জীবন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান, মোঃ সহিদুল ইসলাম, শম্ভু নাথ আচার্য্য, সিপাহী মনির হোসেন, শুভ মজুমদার, নজরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম চৌধুরী, মোঃ মঈনুল হাসান, মোঃ মোস্তফা কামাল, ওয়ারলেস অপারেটর পঞ্চানন পাল, রেলওয়ে পুলিশ টিজি এএসআই (নিরস্ত্র) শহীদুজ্জামান ও দুইজন স্বশস্ত্র সর্ঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক টিম কক্সবাজার রেলওয়ে ষ্টেশনের ১নং প্লাটফর্মে দাড়ানো ঢাকাগামী ৮১৫ পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঢ বগির ভেতরে প্রবেশ করে ঘেরাও করে ট্রেনযাত্রী টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির দরগাহ পাড়ার পান ব্যবসায়ী আব্দুল গফুরের পুত্র মোঃ ইউনুছ (২৫) কে গ্রেফতার করে। ট্রেনের অপর যাত্রী মোঃ শুক্কুর (৩৩) এবং মোঃ নুর (৩০) এর উপস্থিতিতে আটক ইউনুছের দেহ তল্লাশী করে ইউনুছের পরিহিত প্যান্ট ও অর্ন্তবাস হতে প্রতি প্যাকেটে ২শ পিস করে মোট ২০টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট হতে মোট ৪হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী ইউনুছকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান,গ্রেফতারকৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন ধারা-উপধারায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###