কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির পিকনিকে রাঙ্গামাটির প্রশাসনিক কর্মকতাদের মিলনমেলা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির বার্ষিক আনন্দ আয়োজন ও মিলন মেলা। পাহাড় ও লেকের সম্মিলনে নান্দনিক পর্যটন স্থল রাঙ্গামাটিতে বুধ ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মাধমে এবারের পিকনিক আয়োজন সম্পন্ন হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল দর্শনীয় স্থান পরিদর্শন, অতিথিদের সম্মানে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের দৌঁড় ও উপস্থিত বুদ্ধি প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা এবং র‌্যাফেল ড্র।
সিডিউল মতো মঙ্গলবার সকালের বিলাস বহুল গাড়িতে রাঙ্গামাটির উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও তাদের পরিবারবর্গ। বিকেলে গন্তব্যস্থল রাঙ্গামাটির হোটেল পর্যটন হলিডে কমপ্লেক্সে পৌছে সন্ধ্যার আগেই রাঙ্গামাটির ঐতিহ্য ঝুলন্তব্রীজ ও আশপাশের দৃষ্টিনন্দন এলাকার সৌন্দর্য্য উপভোগ করেন সাংবাদিক ও তাদের পরিবারবর্গ।
সন্ধ্যার পর শুরু হয় জমকালো আনন্দ আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
এতে অতিথি হিসেবে এসে শুভেচ্ছা বক্তব্য রেখে আয়োজনকে সমৃদ্ধ করেন কক্সবাজারের কৃতি সন্তান এবং রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার, জেলা প্রশাসক মানজারুল মান্নান। আরো ছিলেন, যুগ্ন-জেলা জজ মোহাম্মদ আজিজ, জেলা পরিষদ নির্বাহী সাদেক আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) শাফিউল সরওয়ার, জেলা বিশেষ শাখার অফিসার (ডিআইও-১) ইসমাইল হোসেন, কোতয়ালী ওসি মোহাম্মদ রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর নীতি বিকাশ দত্ত, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেব নাথ, সিএইচটি টাইমস২৪.কম এর নির্বাহি সম্পাদক আলমগীর মানিক।
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক রুপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, উপদেষ্টা ও দৈনিক দৈনন্দিন’র প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার রিপোর্টার্স সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরসহ সংগঠনের সদস্যরা অতিথিদের শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকালে শুভলং ঝর্ণা ও পাহাড় চুঁড়ায় আদিবাসি পল্লী পরিদর্শন শেষে বিকেলে নানা প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশু ও অতিথিদের মাধ্যমে তোলা লটারিতে প্রথম পুরস্কার স্মার্ট ফোন পেয়েছেন সদস্য শামীম সরোয়ার। দ্বিতীয় পুরস্কার অত্যাধুনিক ডিনার সেট পান বেগম সায়ীদ আলমগীর। এ ছাড়াও ভাগ্য জয়ী হয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান, ওসি (কোতয়ালী) মুহাম্মদ রশিদ, ডিআইও-১ ইসমাইল হোসেন। প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র-তে জয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সংগঠনের উপদেষ্টাগণ। সন্ধ্যা ৬টায় কক্সবাজারের উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ।