কক্সবাজার পৌর মেয়রের কউক কার্যালয় পরিদর্শন

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ৯.০০ ঘটিকায় কক্সবাজার পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান এবং প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনিয়োগকৃত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) কে কউক এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ফুলেল শুভেচ্ছা জানান এবং কউক চেয়ারম্যান মহোদয়ও পৌরসভার মেয়র-কে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা দুইজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরবর্তীতে কউক চেয়ারম্যান মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন এবং কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এক সাথে কাজ করার মতামত ব্যক্ত করেন।
DSC08499 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল।