টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার ডিএনসি অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং এলাকার দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩ আগষ্ট সকাল পৌনে ১১টারদিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে একটি দল কলাতলী হোটেল মোটেল জোনের কক্স ওশান রিসোর্টের সামনে সড়কের উপর হতে ১০হাজার পিস ইয়াবার একটি শপিং ব্যাগসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার মোক্তার আহমেদের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৪) এবং বশির আহমদের ছেলে মোহাম্মদ রাসেল (২২) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##