বার্তা পরিবেশক : বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব বোরহান উদ্দিন গত ২২/৯/২০১৯ইং হতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ও তৎ অধীনস্থ আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসমূহ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তৎ অধীনস্থ আদালসমূহ পরিদর্শন করেন। মাননীয় বিচারপতি মহোদয়ের কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে শুভাগমন উপলক্ষে মঙ্গলবার (২৪/০৯/২০১৯ইং) বিকেল ৩.০০ ঘটিকার সময় সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ নুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন। উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় যথাক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত পিপি জনাব ফরিদুল আলম এডভোকেট, জনাব মোহাম্মদ ইসহাক-১ (জিপি) এডভোকেট, জনাব আব্বাছ উদ্দিন চৌধুরী এডভোকেট, মাননীয় জেলা ও দায়রা জজ জনাব খোন্দকার হাসান মোঃ ফিরোজ এবং প্রধান অতিথি মাননীয় বিচারপতি জনাব বোরহান উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব আ.জ.ম মঈন এডভোকেট।