কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১৫তম বোর্ড সভা সম্পন্ন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ১১ জানুয়ারি, ২০২১ তারিখ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১৫তম বোর্ড সভা কউক সভাকক্ষে ZOOM কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।

উক্ত সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প, ভবিষ্যত পরিকল্পনা এবং পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বোর্ড সভার সদস্যবৃন্দ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ZOOM কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সদস্য (প্রকৌশল) কউক; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তর এর প্রতিনিধি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, চুয়েট এর প্রতিনিধি, জেলা প্রশাসক কক্সবাজার এর প্রতিনিধি, পুলিশ সুপার এর প্রতিনিধি, মেয়র কক্সবাজার পৌরসভা এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার গণপূর্ত বিভাগ এর প্রতিনিধি, কউকের বোর্ড সদস্য এডভোকেট প্রতিভা দাশ, সুপ্ত ভূষণ বড়ুয়া এবং মাসুকুর রহমান বাবু সহ কক্সবাজর উন্নয়ন কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।