কক্সবাজার আদালতে ইয়াবা মামলার আসামী হাজতির মৃত্যু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার আদালতে স্ট্রোক করে হামিদ হোসেন নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। ২০১৭ সালের ১৭ মে থেকে তিনি কারান্তরীণ। আজ রবিবার বেলা ১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২তে হাজির অবস্থায় মৃত্যুর ঘটনাটি ঘটে।

হামিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়া দিঘীরপাড়ার রুপকানিয়া গ্রামের মৃত শিব্বির আহমদের পুত্র। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বেলা দেড়টার দিকে হামিদ হোসেনের লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়দা তদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা যায়, হামিদ হোসেন ইয়াবা মামলা নং এসটি-১৪৪৯/১৮, জিআর-৪৯৮/১৭ (কক্সবাজার সদর মডেল থানা) এর আসামি। নিহত যুবক গত গুই বছর দুই মাস ধরে ইয়াবা মামলায় কক্সবাজার কারাগারে বন্দি আছেন। কক্সবাজার জেল সুপার মো: বজলুর রশিদ আখন্দ জানান, ধার্য তারিখ অনুযায়ী আসামি হামিদ হোসেনকে আদালতে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।