কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে ৫৯৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন কে আটক করেছে র্যাব।
সোমবার (৪ জানুয়ারী) রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৫৯৭ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান।
আটকরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পিপলিয়া বাজার এলাকার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউপির কালিকুর দোকান এলাকার মোহাম্মদ আবুলের ছেলে সবুজ মিয়া (২০)।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ফেন্সিডিলের বড় একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে এমন খবরে বাংলাবাজার তল্লাশীকালে তাদের এসব ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধ পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর