কক্সবাজারে হানিফ পরিবহন তল্লাশী করে ১৫কেজি গাঁজাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : কক্সবাজার র‌্যাব-১৫এর আভিযানিক দল প্রধান সড়কে যানবাহন তল্লাশী চালিয়ে ১৫কেজি গাঁজাসহ ১জনকে আটক করা হয়েছে।

সুত্র জানায়, ৫ এপ্রিল ভোর ৫টারদিকে যানবাহনযোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল রামুর ফুটবল চত্বর নাহার পেট্টোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন তল্লাশী চালায়। এসময় কক্সবাজারগামী হানিফ পরিবহনের (ঢাকামেট্টো-ব-১৪-০৮৯৩) বাস তল্লাশী করার সময় একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে কক্সবাজার কলাতলী ঝরঝরি পাড়ার মৃত সৈয়দুল আমিনের পুত্র আরিফুল ইসলাম (২২) কে ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি খুলে তল্লাশী চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত মাদক পাচারকারীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। ###