কক্সবাজার প্রতিনিধি।
“দৃপ্ত শপথ মুজিববর্ষে আমরা যাবো সবার শীর্ষ” এ শ্লোগানে সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নুরুল হক।
সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। এ সময় তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্নের সাথে জড়িয়ে আছে সোনালী ব্যাংক।
এই অর্থবছরে সোনালী ব্যাংক ২ হাজার ১ শ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। আগামী অর্থবছরে সাড়ে তিন হাজার কোটি টাকা অর্জন এর লক্ষ্য নিয়ে সকল শাখা ব্যবস্থাপকদের কাজ করার আহ্বান জানান। অনলাইন ব্যাংকিং এর সর্বশেষ সংযোজন করা হয়েছে সোনালী ব্যাংকে। আগামী মার্চ মাসের মধ্যেই ইন্টারনেট ব্যাংকিং এর পুরো কাজটি শুরু করবে সোনালী ব্যাংক। সেই সাথে ইন্টারনেট ব্যাংকিং এর ঝুঁকি মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে সোনালী ব্যাংক।
শাখা ব্যবস্থাপক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহিদুল হক, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মহাম্মদ আরশাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, ইয়াকুব মজুমদার, মোহাম্মদ হোসাইন প্রমুখ।
শাখা ব্যবস্থাপক সম্মেলনে ১০৮ টি শাখার শাখা ব্যবস্থাপক সহ দেড় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।