কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল হক র‌্যাবের হাতে আটক, ৪টি অস্ত্র উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥

কক্সবাজার সদরের পোকখালী পূর্ব গোমাতলী থেকে অস্ত্র ও গুলিসহ মোঃ নুরুল হক নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি টীম রবিবার ভোরে এই অভিযান চালায়।

আটককৃত সন্ত্রাসী নুরুল হক পূর্ব ইছাখালীর মোঃ ইউনুছের পুত্র।

এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে লবনের ঘেরে তল্লাশি চালিয়ে ৩টি এসবিবিএল, ৪ রাউন্ড গুলির খালি খোশা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১টি অস্ত্র পরিস্কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ফিরোজ কবির জানান-আটক নুরুল হক অবৈধ অস্ত্র মজুদ রেখে ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।