মেরিন ড্রাইভ সড়ক,সাবরাং অর্থনৈতিক অঞ্চল, নাফ ট্যুরিজম পার্ক ও সোলার বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন
নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে “সোলার পার্ক” কেন্দ্রস্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্য্যলয়ের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। ১০ মার্চ শুক্রবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হ্নীলার আলীখালীতে ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থান পরিদর্শন করেছেন। ১১৬ একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলার টেক এনার্জি লিমিটেড ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছেন। প্রতিষ্ঠানটি চলতি সনের ৯ ফেব্রুয়ারী পিডিবির সাথে ২০ বছরের জন্য পাওয়ার সাপ্লাই চুক্তিতে আবদ্ধ হয়েছেন। ২০১৮ সনের ফেব্রুয়ারী মাসে এই সোলার পার্ক থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে জানা গেছে। সোলার পার্ক কেন্দ্র স্থান পরিদর্শন শেষে প্রতিনিধিদল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “জুলস পাওয়ার” লিমিটেডের কর্মকর্তা এবং স্থানীয়দের সাথে আলোচনা করেন।
এদিকে কক্সবাজার জেলার বিশেষ উন্নয়ন সমন্বয় সভা টেকনাফের হোটেল নেটংয়ে শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। সভায় কক্সবাজার ও টেকনাফে চলমান মেগা প্রকল্প মেরিন ড্রাইভ সড়ক, মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প, রেল লাইন সম্প্রসারণ কাজ, সাবরাং ইকোনোমিক ট্যুরিজম পার্ক, জইল্যারদ্বীপ ট্যুরিজমপার্ক, বিদ্যুৎ সরবরাহ প্রকল্প, টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। মুখ্য সচিব চলমান এসব কাজের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর আগে প্রতিনিধি দল দুপুর দেড় টায় সাবরাং অর্থনৈতিক অঞ্চল ও পরে জইল্যার দ্বীপ নাফ ট্যুরিজম পার্ক পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উল আলম, বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, বেজার সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো: হারুনুর রশিদ, বেজার নির্বাহী বোর্ড অতিরিক্ত সচিব মোঃ আইয়ুব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, সহকারি কমিশনার ভূমি তুষার আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান প্রমূখ।
