কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জলদস্যূ নিহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক |

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন।

বুধবার ভোররাতে পেকুয়ার মগনামা ইউনিয়নের লঞ্চঘাটের সামান্য দক্ষিণ দিকে সমুদ্র চ্যানেলের বেড়িবাধে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার ভোর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাটের সামান্য দক্ষিণ দিকে সমুদ্র চ্যানেলের বেড়িবাধে র‌্যাব-৭ এর সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পেকুয়া থানার ওসি জাকের হোসেন ভুইয়া জানান, র‌্যাব সদস্যরা দুজনের মৃতদেহ পেকুয়া থানায় দিয়ে গেছে।

নিহতদের মৃতদেহ ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে র‌্যাব সদস্যরা নিহতদের জলদস্যু বলে উল্লেখ করেছেন।