কক্সবাজারের নতুন পিপি ফরিদুল আলমকে বরণ করে নিলেন জেলা ম্যাজিষ্ট্রেট

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলমকে বরণ করেন নিলেন জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন। একই সাথে পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন, নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

উল্লেখ্য যে, এডভোকেট ফরিদুল আলম বিদায়ী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মমতাজ আহমদের স্থলাভিষিক্ত হলেন। তিনি এর আগে ২০০৯ সাল থেকে অতিরিক্ত দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি’র দায়িত্ব পালন করে আসছিলেন।

এডভোকেট ফরিদুল আলম ১৯৯৭ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও তালিকাভূক্ত একজন আইনজীবী। কক্সবাজার শহরের থানার পেছনের রোডের বাসিন্দা ও উখিয়া উপজেলার মরহুম আমির হামজার পুত্র এডভোকেট ফরিদুল আলম বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য, কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম ও বর্তমানে গভর্নিং বডির সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, কক্সবাজারের প্রাচিনতম সাপ্তাহিক পত্রিকা সাগরকণ্ঠের সম্পাদক ও কক্সবাজার জেলা স্কাউটের কমিশনার। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন।