প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা সকলের পরিচিতি মুখ ফরিদুল আলম (৪৬) মৃত্যু বরণ করেছেন (ইন্নানিল্লাহি……রাজিউন)। তিনি গতকাল বুধবার বেলা ১২ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে। ওই দিন এশারের নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহ মায়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক মেয়ে (মিম) ও এবং এক ছেলে (আলবি)সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।