সামী জাবেদ, টেকনাফ :
পর্যটন নগরী টেকনাফ পৌর শহরকে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য, নবরুপে,নতুন সাজে সজ্জিত করার উদ্যােগ হাতে নিয়েছেন টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাস।
গত কয়েক দিন ধরে পৌরসভার সৌন্দর্য্য বর্ধনে রাস্তার দুই পাশে মার্কেট ও দোকানের সামনে বিভিন্ন প্রকারের ফুল গাছের টপ দিয়ে আগত পর্যটকের আকৃষ্ট করে তুলেছেন। তারই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর পৌরসভা শাপলা চত্বরের উন্নয়নের কাজ শুরু করেছেন। শাপলা চত্বরের কিছু গাছের উপর ঝুলিয়ে দেওয়া বিভিন্ন প্রতিষ্টানের পুরনো দিনের ব্যানার গাছ থেকে নামিয়ে নিয়ে গাছকে মুক্ত করেছেন।
আর বিভিন্ন স্থান থেকে আগত পর্টকদের সুবিধার্থে, নতুন জিরো কিলোমিটার প্লেট বসানোর জন্য মাপ নিয়েছেন। যাতে পর্যটকরা পড়তেও বুঝতে পারেন। একই সাথে পুরাতন শাপলা চত্বরটি আরো বড়, সুন্দর করতে উদ্যােগ নিয়ছেন।
অল্প কিছুদিন পর তা আমরা নতুন রুপে দেখতে পারি।
এতে পৌরবাসীর মুখে হাসির দেখা মিলছে । এই সুন্দর উদ্যোগে দোকানদারও অনেক খুশি। দুকানদারও খুশি মনে গাছের টব দোকানের সামনে স্থাপন করতে দেখা যাচ্ছে। দোকানদারদের (ওসি) প্রদীপ কুমার দাশ বলেছেন আপনারা যাদের সামর্থ্য আছে তারা নিজ খরচে ফুলের টব বসান। আর যাদের নিজ সামর্থ্য নেই তাদের (ওসি) প্রদীপ কুমার দাশ নিজ তহবিল থেকে তাদের গাছের টব দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন।
বিভিন্ন দোকানদার,স্থানীয় পথচারি ও লোকজন জানিয়েছেন। যে এই সুন্দর গাছের টব গুলোর সৌন্দর্য আরো বাড়াতে রাস্তা গুলোর সংস্কারের অনেক প্রয়োজন। তারা আরো জানিয়েছেন যে, রাস্তাঘাট বেহাল দশার কারণে ধুলাবালি সব সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে।