টেকনাফ টুডে ডেস্ক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ না থাকায় এই ভোট নিয়ে ভোটারদের মাঝে কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছে বিএনপি।
আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এখানে জনগণের অংশগ্রহণ নেই, এই নির্বাচনে ভোটারদের কোনো আগ্রহ নেই। এটি একতরফা একটি নির্বাচন। এখানে সবাই মিলে একই দলের লোক। একই দলের কেউ প্রত্যক্ষ প্রার্থী, কেউ পরোক্ষ প্রার্থী, কেউ এক নাম্বার প্রার্থী,কেউ দুই নাম্বার প্রার্থী, কেউ তিন নাম্বার প্রার্থী, সব আওয়ামী লীগের প্রার্থী। এখানে নির্বাচনি আচরণ বিধি-লঙ্ঘনের কথা মানে জনগণের সঙ্গে ঠাট্টা করা। ইউএনও এবং ওসিদের বদলির সিদ্ধান্তটি আওয়ামী-মনা ইউএনও এবং ওসিদের রদবদল মাত্র। এটি নির্বাচন কমিশনের তামাশার নাটক।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তারা চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে, সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে?
বিএনপির এই নেতা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও ১০টি মামলায় ৯২৫ জনকে আসামি করা হয়েছে।