এসআই’র বিরুদ্ধে নারী পুলিশের ধর্ষণ মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

অনলাইন ডেস্ক |
প্রতারণা ও ধর্ষণের অভিযোগে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক এসআই সঞ্জয় দাশের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বাদী নিজেকে এসআই সঞ্জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী এবং তার কর্মস্থল নগরীর খুলশী থানার টাইগারপাস পুলিশ ব্যারাকে কর্মরত হিসেবে মামলায় উল্লেখ করেছেন।

রাতে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে বিয়ের পর ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ওই নারী পুলিশকে গোপনে তালাক দেন এসআই সঞ্জয় দাশ। কিন্তু গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করলেও সঞ্জয় দাশ বিষয়টি গোপন রাখেন।

সঞ্জয়ের বিরুদ্ধে তালাকের বিষয়টি গোপন করে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগও আনেন ওই নারী পুলিশ সদস্য।