এলএসডি মাদকসহ রাজধানীতে গ্রেপ্তার-৫

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীতে রবিবার এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছিল পুলিশ।

এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব (রূপল) ও আসহাব ওয়াদুদ (তুর্জ) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ।

তাদের কাছে ২০০ ব্লট এলএসডি পাওয়া গেছে। হাফিজুর নিজেও এই মাদকে আসক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রবিবার খিলগাঁও থেকে এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত জানাবে তারা।