টেকনাফ টুডে ডেস্ক :
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানসহ আটজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
ঘটনার চার মাস পর রোববার বিকালে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে নাম থাকা অপর সাতজন হলেন- মেহেদী হাসান, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম ওরফে রানা, আবদুল হান্নান, প্রধান সহযোগী চন্দন কুমার সরকার, কাদের খানের এপিএস শামসুজ্জোহা ও সুবল কসাই।
আটজনের মধ্যে চন্দন কুমার সরকার পলাতক রয়েছেন। অন্যরা গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, এমপি মনজুরুল হত্যা মামলায় কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামানডাঙ্গায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরদিন মঞ্জুরুল ইসলামের বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।