বার্তা পরিবেশক :
উখিয়া ও টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন টেকনাফ সাংবাদিক ইউনিটির নব – নিবাচির্ত কমিটি।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলহাজ্ব আব্দুর রহমান বদিকে ফুল দিয়ে সংগঠনের বিপুল ভোটে নির্বাচিত সভাপতি-সাইফুল ইসলাম সাইফী ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাহার, টেকনাফ উপজেলার বিশিষ্ট টিকাদার জাহাঙ্গীর আলম।
সাংসদ আবদুর রহমান বদি টেকনাফ সাংবাদিক ইউনিটির নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সদস্যাদের মিষ্টি মূখ করান এবং উক্ত সংগঠনকে গতিশীল করার জন্য সাংসদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি টেকনাফে এ ধরনের একটি সাংবাদিকের অাশ্রয়স্থল সংগঠন বা অভিভাবক প্রয়োজন ছিল।
সাংসদ বদি বলেন, দূরন্ত, সাহসিক ও সততা পূণ নির্ভীক কলম সৈনিকদের নিয়ে এ সংগঠনটি এলাকা ও রাষ্ট্রের জন্য তাদের লেখনির মাধ্যমে কাজ করবে বলে অাশা করছি।

