টেকনাফ টুডে ডটকম |
এমপি বদির মুক্তির দাবীতে টেকনাফ কলেজের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় টেকনাফ কলেজ গেইটে অনুষ্ঠিত মানব বন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, কর্মচারী ছাড়াও এমপি বদির মুক্তির দাবীতে আন্দোলনরত আওয়ামীলীগ নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন।
কলেজের ক্রীড়া শিক্ষক জিয়াউর রহমানের পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাফর আহমদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন এমপি বদি দূর্নীতির মামলায় খালাস পেয়েছেন তবে হিসাব দাখিলের গড়মিলের কারনে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, অবিলম্বে আইনী প্রক্রিয়ার মাধ্যমে এমপি বদিকে উক্ত মামলা থেকে মুক্ত করে আনা হবে।