এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ মামলা : উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল্রাহসহ ৩জন কারাগারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগের দায়েরকৃত মামলায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ ৩জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ থানার জি.আর মামলা নং-৭৬১//১৮- এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানা আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হল সালাহ উদ্দিন ও রুহুল আমিন।
আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল মন্নান ও আমির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্ষ্যং কানজরপাড়ায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাংচুরের অভিযোগে টেকনাফ থানায় জিআর মামলা নং-৭৬১ দায়ের করেন গাড়ি চালক খোরশেদ আলম।

সুত্র : সিবিএন।