এমপি বদির অর্থায়নে শাহপরীর দ্বীপ পাড়া রক্ষা বাঁধের সংস্কার কাজের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি।
এমপি বদির অর্থায়নে শাহপরীর দ্বীপ পাড়া রক্ষা বাঁধের সংস্কার কাজের উদ্বোধন করেছেন সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজু। শুক্রবার ২৪ মার্চ বাদ জুমা শাহপরীরদ্বীপ উত্তর পাড়া সংলগ্ন পাড়া রক্ষা বাঁধটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ সাধারনর সম্পাদক মনিরুল্লাহ, সহ-সভাপতি মোঃ আলম, মোঃ আলমগীর, মনিরুল্লাহ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম ফকির, আব্দুল আমিন, লাল মিয়া লালু, লাল মিয়া, দিল মোহাম্মদ, আব্দুল গনি, আবুল, শাহপরীরদ্বীপ যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আমিন, যুবলীগ নেতা ফরিদুল আলম, জাফর আলম, রহিমুল্লাহ, সলিমুললাহ, তোহিদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
ইউপি মেম্বার রেজাউল করিম রেজু জানান, এমপি বদির নিজস্ব তহবিল থেকে শাহপরীরদ্বীপ পাড়া রক্ষা বাঁধের সংস্কার কাজ করা হচ্ছে।
17499886_176966192814370_1078698945_o