শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের সীমান্তের ওপারের ভূখণ্ড থেকে মর্টারশেল আর গুলি আওয়াজে এপারের সীমান্তবাসী আতঙ্কিত রয়েছে।
২২ অক্টোবর শনিবার সাড়ে ১২টায় দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ নিকটবর্ত্তী ৪৯,৫০ নং সীমান্ত পিলারের ঠিক ওপারের মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি ও সে দেশের বিদ্রোহী গোষ্ঠী সাথে প্রচন্ড গোলাগুলি ও মর্টারশেল এসে পড়েছে এদেশের ভূখন্ডে।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১২টায় হঠাৎ দৌছড়ির বাহিরমাঠ এর ৭,৮ নং ওয়ার্ডের নিকটবর্তী ৪৯,৫০ সীমান্ত পিলারের ঠিক কাছাকাছি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজেপি) এর সাথে সেই দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে প্রচন্ড গোলাগুলি ও মর্টারশেলের বিকট শব্দ এপারের সীমান্তে শুনা গেলে এলাকাবাসীর মধ্যে চরম আতংকে বিরাজ করছে।
তবে সংঘটিত গোলাগুলিতে এপারের ভূখন্ডে দুইটি ভারী অস্ত্রের গুলি আর দুইটি ভারী মর্টারের সেল এসে পড়েছে বলে সীমান্তে বসবাসরত লোকজন থেকে শুনা যায়।
তবে সীমান্তে বসবাসরত ২শত পরিবারকে নিরাপদে আসার জন্য নির্দেশনা দিয়েছি। তারা নিরাপদ স্থানে এসে পড়েছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সীমান্ত বসবাসরত আব্দু শুক্কুর জানান, সকালে ধান ক্ষেতে কাজ করার সময় হঠাৎ মিয়ানমারে ভূখন্ডে প্রচন্ড গোলাগুলির আওয়াজ শুনতে পায়। তখন গোলাগুলির আওয়াজ শুনে ধান ক্ষেত থেকে সরে আসার পর পর দুইটি মর্টারশেল এসে পড়ে এদেশের ভূখন্ডে।
আর এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানাযায়, মিয়ানমার ভূখন্ডে গুলাগুলিতে দুইটি ভারী অস্ত্রের গুলি লেমুছড়ি বিজিবি ক্যাম্পের প্রায় তিনশত গজ দূরত্বে এসে পড়েছে সূত্রে জানান।
