এবার ট্রাম্প মামলা করলেন গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলে মামলা করেছেন। বুধবার (৭ জুলাই) ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে তিনি এই মামলা করেন।

নিজেকে সেন্সরশিপের একজন ভুক্তভোগী বলে দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহির বিরুদ্ধে তিনি শ্রেণি বৈষম্যের অভিযোগ করেছেন।

নিউ জার্সির বেডমিনিস্টারে নিজের গলফ রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাতিল, কালোতালিকা থেকে মুক্তি এবং সোশ্যাল মিডিয়ায় আমার লেখা পোষ্টগুলো মুছে দেয়ার মত রুঢ় আচরণ বন্ধের দাবি জানাচ্ছি। তারা যদি সাইটগুলোতে একজন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে তারা যে কোনো ব্যাক্তির সাথে এই আচরণ করতে পারে। আমরা তাই এই সেন্সরশিপ বাতিলের জন্য মামলা করেছি।’

মামলার বিষয়ে এখনও তিনটি প্রতিষ্ঠান তাদের প্রতিক্রিয়া জানায়নি।

গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার ও দেশে দাঙ্গা উস্কে দেওয়ার মত লেখা পোস্টের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নীতিমালা ভঙ্গের দায়ে ট্রাম্পের অ্যাকাউন্টগুলো বাতিল করা হয়।

আইন বিশেষজ্ঞরা অবশ্য ট্রাম্পের মামলার ব্যাপারে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। ট্রাম্প মামলায় জড়ান ঠিকই, তবে কখনোই তিনি তার পক্ষে শক্ত যুক্তি ও প্রমান হাজির করতে পারেন না।