এডঃ মোস্তাইদুজ্জামান ওয়াকার এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোস্তাইদুজ্জামান প্রকাশ ওয়াকার এডভোকেট এপিপি অদ্য ২২জুন’২০১৮ইং বিকেল ৫.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বৎসর। তিনি ১ পুত্র-১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আগামীকাল ২৩ জুন শনিবার দুপুর ২.০০ ঘটিকার সময় দক্ষিণ তারাবনিয়ারছড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোস্তাইদুজ্জামান (প্রকাশ ওয়াকার) এডভোকেট এপিপি এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।