এডঃ নজরুল ইসলাম’র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার মহেশখালীর ছোট কুলালপাড়ার মরহুম হোছাইন আহমদের পুত্র ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব এডভোকেট নজরুল ইসলাম-১ অদ্য শুক্রবার ২০ সেপ্টেম্বর’২০১৯ রাত ১০.১৫ মিনিটের সময় শহরের তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালীন সময় মরহুমের বয়স হয়েছিল (৬৫) বছর।

শনিবার ২১ সেপ্টেম্বর’২০১৯ বিকেল ৪.০০ টায় বড় মহেশখালীর নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার মহেশখালীর ছোট কুলালপাড়ার মরহুম হোছাইন আহমদের পুত্র ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব এডভোকেট নজরুল ইসলাম-১ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।