এডঃ ছৈয়দুল ইসলাম এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব এডভোকেট ছৈয়দুল ইসলাম এর পিতা হাজী আমির হামজা সিকদার অদ্য শনিবার (২৩/৩/২০১৯ খ্রিস্টাব্দে) সকাল ৯.৩০ মিনিটের সময় কক্সবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর।
অদ্য ২৩ মার্চ-২০১৯ খ্রিস্টাব্দ বিকেল ৫.০০ ঘটিকার সময় উখিয়ার হলদিয়া পালং উত্তর বড়বিল জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট ছৈয়দুল ইসলাম-এর পিতা’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।