এক ভক্ত জুতা ছুঁড়ে মারলেন বাহুবলীর অভিনেত্রীকে !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাহুবলী ছবির অভিনেত্রীর তামান্না ভাটিয়ার মুখ টার্গেট করে জুতা ছুড়ে মারে এক ভক্ত। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের হিম্যাথানগরে। ঘটনা তদন্তের পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হাজতে পাঠিয়েছে।
জানা গেছে, ভারতের হিম্যাথানগরে একটি সোনার দোকানের উদ্বোধন করতে এসেছিলেন তামান্না। সেই সোনার দোকানের ভেতরে এক ব্যক্তি হঠাৎ অভিনেত্রীর মুখে জুতা ছুঁড়ে মারে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম কারিমুল্লা। মুর্শিদাবাদ বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র তিনি। ঘটনার দিন স্টোরের ফিতে কাটতে গিয়েই ওই অভিনেত্রীর মুখে জুতা ছুঁড়ে মারেন। তবে, সরাসরি জুতাটা অভিনেত্রীর মুখে গিয়ে লাগেনি। ঘটনাস্থলেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।
কিন্তু হঠাৎ কেন এমন কাণ্ড ঘটালেন কারিমুল্লা? পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। অভিনেত্রীর অভিনয়ে ক্ষুব্ধ হয়েই এমন একটি কাণ্ড ঘটিয়েছে কারিমুল্লা। ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করই ফেমাস হন তামান্না। তবে, ‘বাহুবলী’ ছাড়াও বেশ কিছু তামিল, তেলেগু ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।