এম এরশাদুর রহমান :
এক খিলিপান দিও আমায়
এক খিলিপান।
তার বদলে শোনাব আমি
সুন্দর একটা গান।
ঐ পান খেয়ে আমি
ঠোঁট করব লাল।
আজ আর নয় তবে
দেখ হনেই কাল।
আগুন পান খাইনা আমি
দিও ধন্যা কলোজিরা।
সপারি কম পান বেশি
দিও একটু কধের সিরা।